ঢাকা | বঙ্গাব্দ

কানাডার দুগ্ধজাত পণ্যে ২৫০% শুল্ক!

যুক্তরাষ্ট্রের দুগ্ধজাত পণ্যের উপর চড়া হারে শুল্ক নেয় কানাডা। ওই শুল্কহার কমানোর জন্য চাপ বৃদ্ধি করলেন ট্রাম্প।
  • অনলাইন ডেস্ক | ০৯ মার্চ, ২০২৫
কানাডার দুগ্ধজাত পণ্যে ২৫০% শুল্ক! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কানাডা থেকে আমদানি করা দুগ্ধজাত পণ্যের উপর ২৫০ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডা আগে থেকেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা দুগ্ধজাত পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়ে রেখেছে, যা প্রায় ২৫০ শতাংশের কাছাকাছি। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডা ওই শুল্ক না-কমালে যুক্তরাষ্ট্রও সমহারে শুল্ক আরোপ করবে। 


শুক্রবার ওভাল অফিস থেকে ট্রাম্প জানান, এই শুল্ক এখনই ধার্য করা হতে পারে। আবার সোমবার বা মঙ্গলবার পর্যন্ত অপেক্ষাও করা হতে পারে। ট্রাম্পের অভিযোগ, দুগ্ধজাত পণ্যের পাশাপাশি কাঠ আমদানির সময়েও চড়া হারে শুল্ক নেয় কানাডা। সে ক্ষেত্রে কাঠের উপরেও কানাডার সঙ্গে সমহারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে শুল্কনীতি ঘিরে আলোচনা শুরু হয়েছে। কানাডা, মেক্সিকো এবং চীনের বিভিন্ন পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর এখনই শুল্ক আরোপ করছে না যুক্তরাষ্ট্র। দুই দেশের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত আগামী ২ এপ্রিল পর্যন্ত স্থগিত রেখেছেন ট্রাম্প। 


এই সিদ্ধান্তের ২৪ ঘণ্টা যেতে না যেতেই নতুন করে কানাডাকে শুল্ক নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। তিনি বলেন, ‘কাঠ এবং দুগ্ধজাত পণ্যের উপর শুল্কে বছরের পর বছর ধরে কানাডা আমাদের নিংড়ে নিচ্ছে। কানাডা শুল্ক না-কমালে তাদের উপরেও একই পরিমাণ শুল্ক চাপানো হবে।’


কানাডায় কয়েক দশক ধরে চলে আসা অভ্যন্তরীণ নীতির প্রভাব রয়েছে সে দেশের দুগ্ধজাত পণ্য আমদানির উপরে। সেই কারণেই দুগ্ধজাত পণ্য আমদানিতে চড়া হারে শুল্ক নেয় কানাডা। অন্যদেশ থেকে আমদানি করা পণ্যের জন্য কানাডার দুগ্ধজাত পণ্য ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতেই কানাডার এই নীতি। 


২০২০ সালে সাক্ষরিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা ত্রিপাক্ষিক বাণিজ্য চুক্তি (ইউএসএমসিএ) অনুসারে, যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট পরিমাণ দুগ্ধজাত পণ্য বিনা শুল্কে কানাডায় রপ্তানি করতে পারে। কিন্তু তার বেশি রপ্তানি করতে গেলে চড়া হারে শুল্ক দিতে হয়। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই চড়া হারের শুল্ক কোনও ক্ষেত্রে ২০০ শতাংশও পেরিয়ে যায়।


এই নির্দিষ্ট পরিমাণ কোটা নিয়ে অনেক দিন ধরেই আপত্তি জানাচ্ছে ওয়াশিংটন। এবার শুল্ক কমানোর জন্য কানাডাকে হুমকি দিলেন ট্রাম্প। তার কথায়, কানাডা ২৫০ শতাংশ হারে শুল্ক নেয়। তা না কমালে যুক্তরাষ্ট্রও সমহারে শুল্ক চাপাবে। ট্রাম্পের বক্তব্য, কানাডার এই শুল্ক ‘মারাত্মক বেশি’ এবং এটির সঙ্গে মানিয়ে নেওয়া ‘কঠিন’ হয়ে উঠেছে।


সূত্র: রয়টার্স


এসজেড